কিরণ শংকর দে: গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক রুদ্রবার্তা পত্রিকার প্রথম পাতায় “বন্দরে যুবকের গোপনাঙ্গ কর্তন,হামলার ঘটনায় মামলা” শিরো নামে একটি সংবাদ ছাপানো হয়। সংবাদটি আমাদের নজরে আসে। লোমহর্যক ও হৃদয় বিদারক ঘটনাটির কারণে সত্যি আমরা অত্যন্ত মর্মাহত ও ব্যর্থিত। তাই সুষ্ঠুও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আমরা মনে করি একজন অপরাধী যদি তার অপরাধের প্রাপ্য শাস্তি ভোগ না করে, কোন রকমে পার পেয়ে যায়, তবে সে আরেকটি অপরাধ করতে উৎসাহিত হয়।সে সমাজের বা রাষ্ট্রের বিশৃংখলা সৃষ্টি করে। মানুষকে কোন অবস্থাতেই শান্তিতে থাকতে দেয়না। তাই অবশ্যই অপরাধীর শাস্তি হতেই হবে।