নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে নগরীর দুই নং রেলগেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শান্তি শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে চাষাড়া গোল চত্ত্বর ঘুরে ২নং রেল গেটে এসে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল ওরফে ভিপি বাদল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব কামাল হোসেন, জেলা সৈনিকলীগের সভাপতি জসিম প্রমুখ।
সমাবেশে নারায়ণগঞ্জ ভিপি বাদল বলেন, নারায়ণগঞ্জের মাটিতে যারা ধর্মীয় উস্কানি, বিভ্রান্তি করতে চায় তাদের এই মাটিতে রাখা হবে না। উস্কানি দিলে নারায়ণগঞ্জের মাটিতে রাখা হবে না। রাষ্ট্রীয়ভাবে যারা অশান্তির সৃষ্টি করতে চায়,ওরা স্বাধীনতার শত্রু। ওরা একাত্তরের চেতনার বিপক্ষে, ওরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ওদের বাংলার মাটিতে ঠাঁই হতে পারেনা।
তিনি আরো বলেন, কুমিল্লায় যারা ভাঙচুর করেছে, তারা কি বাঙালি? তারা কি আমাদের আওতার লোক? ওরা উগ্রবাদী। ওদের উৎখাত করতে হবে।