কারাগার থেকে জামিনে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি অভিনেত্রী নুসরাত ফারিয়া। মা ফেরদৌসী বেগমের সঙ্গে বাড়ি ফিরেছেন তিনি। বাসায় ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’
তিনি আরও লিখেছেন, ‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’
কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের একটি বার্তা দেওয়া হয়। সেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।’
হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয়। পরে আজ সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। দুপুর ১২টার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই শেষে ফারিয়াকে মা ফেরদৌসী বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।