রুদ্রবার্তা২৪.নেট: ‘এই শহরের জনগণের সহযোগিতা না পেলে কাজ করা মুশকিল ছিল’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এই শহরের জনগণ যদি আমার পাশে না থাকতো তাহলে আমার কাজ করা মুশকিল ছিল। আমি এত কাজ করতে পারতাম না। জমি দখলমুক্ত করতে পারতাম না। রাস্তাঘাট ড্রেন যা কিছু করেছিলাম পাবলিক জায়গা দিয়েছিল বলে, সহযোগিতা করেছিল বলে করেছি।’
সোমবার (১৩ সেপ্টেম্বর) বাজেট অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র বলেন, ‘ আমি অনুরোধ করবো আপনারা সিদ্ধিরগঞ্জ লেকের পাশে, বিভিন্ন ওয়ার্ডগুলিতে একটু যাবেন। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, যদি দল নমিনেশন দেয়, উন্নয়ন কাজগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করবো। অবশ্যই শহরকে ক্লিন করার জন্য শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যে কাজগুলি করার দরকার সেই কাজগুলো করব। আমাদের অনেক কাজই চলমান।’
জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘২০০৩ থেকে এই পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে সাথে নিয়ে করেছি। শেখ রাসেল পার্ক আর জল্লারপাড় খালটা একটু দেখবেন। কী রকম ছিল আর এখন কী রকম আছে। সরকারের জমি সরকারের কাছেই আছে, আমি সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছি। দখলদারদের কাছ থেকে মুক্ত করেছি।’
আইভী বলেন, ‘কিছু মিডিয়া আমাকে ভূমিদস্যু বানানোর চেষ্টা করছে। বলা হয়েছে আমি নাকি নদীর পাড় দখল করে ফেলেছি। মেয়র আইভী জায়গা দখল করে সেখানে কি বাড়ি করেছে? আমাকে ভূমিদস্যু যারা বানাতে চায় তারা চাইলেও পারবে না। ৯৫ শতাংশ জায়গা দখল মুক্ত করেছি। ইনশাল্লাহ বাকি পাঁচ শতাংশ জমি রয়েছে সেটা করব।’
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, কাউন্সিলর কবির হোসাইন, হান্নান সরকার, আব্দুল করিম বাবু, সুলতান আহমেদ ভূঁইয়া, শারমিন হাবিব বিন্নি, আয়েশা আক্তার দিনা প্রমুখ।