শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চেম্বারের ঘোষণা বাস্তবায়ন, যানজটমুক্ত হলো নগরী

  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০.২৯ এএম
  • ১৩ বার পড়া হয়েছে

প্রথম রমজানে স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের সড়কে। রমজানের প্রথম দিনে নারায়ণগঞ্জ শহরে সেই চিরচেনা যানজট দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল ট্রাফিক বিভাগ ও কমিউনিটি পুলিশের সদস্যরা।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঘোষণার পর রমজানকে ঘিরে যানজটমুক্ত নগরী পেল নারায়ণগঞ্জবাসী।

নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের লোকবল সংকটের কথা মাথায় রেখে রমজান মাসকে ঘিরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিউনিটি পুলিশের পাশাপাশি ১৮০ জন সদস্যকে নিযুক্ত করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স।

রোববার (২ মার্চ) সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের চানমারি, চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, কালীরবাজার ও দুই নং রেলগেট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এসময় সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ছাড়াও অতিরিক্ত কমিউনিটি পুলিশ রয়েছে। চাঁদমারি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল কমিউনিটি পুলিশের অবস্থান।

এছাড়াও সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ি ও সড়ক দখল করে থাকা হরাকদের সরিয়ে দিয়েছেন তারা। দিনভর পুরো শহরে কমিউনিটি পুলিশের এই কার্যক্রম চলমান ছিল যার প্রভাব দেখা গেছে সড়কে। অন্যান্য দিনের তুলনায় এদিন শহরে যানজট তুলনামূলক কম দেখা গেছে। সড়কে যানবাহনগুলোকেও সুশৃঙ্খল ভাবে চলতে দেখা গেছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভূঁইয়া বলেন, যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে অতীতে চেষ্টা করেছে। এবছর আমরা এই কার্যক্রম আরও ব্যাপক ভাবে হাতে নেব। আপনারাও আমাদের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে।

তিনি আরো বলেন, যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যায়। এটা কমানো গেলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort