গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার অংশীজনদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে সারাদিন ব্যাপী
ফতুল্লা, কাশিপুর, আলীরটেক,বক্তাবলী, এনায়েতনগর, কুতুবপুর, গোগনগর ইউনিয়ন পরিষদের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওয়ারেছ আনসারী বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারনে দিনের পর দিন গাছপালা উজার হয়ে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ বিপর্যস্ত হতে হবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই আমাদের এগিয়ে আসতে হবে। নিজেদের আশেপাশের লোকালয় গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগাতে হবে। পরিবেশ সৌন্দর্য রক্ষায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারন করতে হবে। আর এগুলো বাস্তবায়ন করতে পারলে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি সার্থক হবে। এজন্য সমাজের সর্বস্হরের মানুষকে এগিয়ে আসাতে হবে।