৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এক কিলোমিটার গ্যাস পাইপ জব্দ করা হয়েছে।
মদনপুর কেওডালা এলাকায় রোববার (৫ জুন) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযানটি চলে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ-খুদার নেতৃত্বে অংশ নেন বন্দর উপজেলা প্রশাসন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তা ও বন্দর থানা পুলিশের সদস্যরা।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, বন্দরের কেওডালা এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্চ চাপসম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে ৩ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দিয়ে ৩ কিলোমিটার বিস্তৃত আবাসিক সংযোগ নেওয়া হয়েছে। এই পাইপলাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় এ এলাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-ই-খুদা জানান, বন্দর উপজেলায় বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে সেই লাইন থেকে পাইপলাইন স্থাপন করে এখানে প্রায় ৩ হাজার বাড়ি-ঘর ও দুইটি কয়েল কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস বিক্রি করতেন।