নিজ বাড়ির টয়লেট থেকে উলঙ্গ অবস্থায় মোশারফ হোসেন নামের এক দলিল লেখকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলছেন, ‘হত্যার পর ডাকাতি বলে চালানোর চেষ্টা করা হয়েছে, এটা পরিকল্পিত হত্যাকান্ড।’
সোনারগাঁ উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর মামলার প্রস্তুতি চলছে। আর লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
আটককৃত নারীর নাম শাহিনুর বেগম।
প্রতিদিনের মতোই শনিবার রাতে নিজ ঘরে গুমাতে যান দলিল লেখক মোশারফ হোসেন।
দলিল লিখকের স্ত্রী শাহিনুর বেগম জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা তার পরিবারের সবাইকে জিম্মি করে, মোশারফকে বাথরুমে আটকে পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা চলে গেলে বাড়ির সবাইকে ডেকে তার ঘরে নিয়ে যায়। আশপাশের লোকজন দলিল লিখককে বাথরুম থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, ডাকাতির অভিযোগ উঠলেও বাড়িটি থেকে কোন কিছুই খোয়া যায়নি। এমন কি বাড়িটির কোন অংশ ভাঙ্গা নেই। আমরা ডাকাতির কোন আলামত পাইনি। তাই ঘটনার সাথে জড়িত সন্দেহে শাহিনুর বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড।