কাঁঠাল পাড়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাফি বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে মারার ঘটনায়, প্রধান আসামীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (২৪ জুন) সোনারগাঁ উপজেলার বন্দেরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত মাফি বেগম কলাগাছিয়া ইউনিয়নের আইচতলা কলাবাগ এলাকার মৃত সৈয়দ আলীর মেয়ে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, বন্দরের মৃত হাসান আলীর ছেলে হত্যা মামলার প্রধান আসামী আব্দুল আউয়াল, বন্দর কলাগছিয়ার আইজতলা এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে মির্জা (২৫) এবং নুরনবী (২৩)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার দিন ভিকটিম তার গাছের কাঁঠাল পাড়তে গেলে বিবাদীরা তাকে কাঁঠাল পাড়তে বাঁধা দেয়। কিন্তু ভিকটিম তার নিজ গাছের কাঁঠাল পেড়ে নিয়ে আসলে বিবাদীরা তার উপর ক্ষিপ্ত হয় এবং পরস্পর যোগসাজশে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। পিটানোর একপর্যায়ে ভিকটিম মাথায় লাঠি দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উক্ত হত্যাকান্ডটি স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে নেওয়ার অপকৌশল হিসেবে বিবাদীদের ভিতরে একজন স্থানীয় মসজিদের মাইকে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যুর ঘোষণা দেয়। হত্যা মামলার সাথে জড়িত অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।