প্রথম ম্যাচে এসেছিল দারুণ জয়। এলো দ্বিতীয় ম্যাচেও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের করেছে ভারত। আহমেদাবাদে দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
বুধবার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি ভারত। ইনিংস উদ্বোধনের সুযোগ পাওয়া ঋষভ পান্ত ৩৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান। আরেক ওপেনার রোহিত শর্মাও ৮ বলে ৫ রান করে আউট হন।
দীর্ঘদিন ধরে সেঞ্চুরি না পাওয়া বিরাট কোহলি এদিনও নিজের ইনিংস লম্বা করতে পারেননি। ৩০ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান তিনি। ৪৩ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে এরপর হাল ধরেন লোকেশ রাহুল ও সুরইয়া কুমার ইয়াদব।
দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৪৮ বলে ৪৯ রান করে রান আউট হয়ে রাহুল সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়। ৮৩ বলে ৬৪ রান করে ফ্যাবিয়েন অ্যালেনের শিকার হন সুরইয়া কুমারও।
শেষদিকের ব্যাটসম্যানরা ইনিংস টানতে ব্যর্থ হন। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। আলজেরি জোসেফ ও ওডেয়ান স্মিথ দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে সফরকারীদের পক্ষে ইনিংস লম্বা করতে পারেননি কোনো ব্যাটসম্যানই। ৬৪ বলে সর্বোচ্চ ৪৪ রান আসে সামরাহ ব্রুকসের ব্যাট থেকে। ৫২ বলে ৩৪ রান করেন আকিল হোসেন।
৪৬ ওভার ব্যাট করে ১৯৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯ ওভারে মাত্র ৩ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন প্রষিধ কৃষ্ণা। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।