‘আমাদের প্রচার মাধ্যম সেল অত্যান্ত দুর্বল। প্রচার সেলকে শক্তিশালী করেন। প্রধানমন্ত্রী যে উন্নয়ন গুলো করছে, আমরা তার কোন কিছুই প্রচার করি না। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড গুলো জনগণকে জানান। আপনারা প্রতিদিন অন্তত এক জন ব্যক্তির কাছে আওয়ামী লীগের উন্নয়নের বিষয় গুলো প্রচার করুন। এই পন্থা বাস্তবায়ন করলে আমি মনে করি, আগামী এক মাসের মধ্যে অন্য দলের লোক এই এলাকায় খুঁজে পাওয়া যাবে না। সবাই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সমর্থন করবে।’নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ২৬ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের গকুল দাসের বাগ এলাকার চৌরাস্তায় এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
তার ভাষ্য, ‘বাংলাদেশে বিগত সময়ে যত উন্নয়ন করেছে। আমি মনে করি, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ আবারও ক্ষমতায় আনবে।’
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাংগঠনিক সম্পাদক জিএম আরমান, মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল প্রধান।
এড. খোকন সাহা বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নেত্রী বিশ্বাস করে আনোয়ার ভাই ও আমার উপর মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করে দিয়েছেন। আমরা নেত্রীর বিশ্বাস কখনো ভাঙ্গি নাই। আনোয়ার ভাইয়ের পরিবার থেকে কেউ রাজনীতিতে আসে নাই, আমার পরিবার থেকেও কেউ রাজনীতিতে আসে নাই। তাই আমার ও আনোয়ার ভাইয়ের রাজনৈতিক ওয়ারিশ আপনারা তৃণমূলের নেতাকর্মীরা। ২৬ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ঘাটি। আমরা চাই এই ওয়ার্ড গুলো থেকে ত্যাগী লোকদের। তাদের নিয়েই কমিটি গঠন করবো।
বন্দর থানা যুবলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী পলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুজিত সরকার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোক্তার, মোসাদ্দেক আলী আঙ্গুর, সালাউদ্দিন, মশিউর রহমান সুজু, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসন, ২১নং ওয়াডের আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন আরিফ প্রমুখ।