নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, ভোটের রেজাল্ট সঠিকভাবে দিতে না পারলে নারায়ণগঞ্জ থেকে কাউকে যেতে দেয়া হবে না। ইভিএম মেশিন দিয়ে কোন দুর্নীতি বা কারচুপি করলে আমাদের কর্মী বাহিনী তার যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করতে জানি।
শনিবার (১ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ট্রাক টার্মিনালে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী আব্দুল মালেক, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইরান হোসেন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ ইসমাইল, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডাঃ মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আমিন দুলাল, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল রানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম. শফিকুল ইসলামসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।