আড়াইহাজারে ২ যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (১০ মার্চ) আড়াইহাজার উপজেরার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ মোকসুদপুরের কৃষ্ণপুর (বড়বাড়ী) এলাকার মোনায়েম মোল্লার ছেলে রহমতুল্লাহ বাধন (২৩) এবং একই এলাকার মৃত ওলিউর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৩) (মোটর সাইকেলের চালক)। আটককৃত মেহেদী হাসানের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার রমনা মডেল থানায় ১টি চুরির মামলা রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গত ১০ মার্চ আসামীদেরকে মোটর সাইকেলের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা পরিবহনের সময় হাতে-নাতে আটক করা হয়। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর কঠোর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।