আড়াইহাজারে দিন ব্যাপী ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বারটানের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) উপজেলার বিশনন্দীতে ফলিত পুষ্ঠি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ সেমিনারের আয়োজনকরা হয়।
উক্ত সেমিনারে বারটান এর নির্বাহী পরিচালক (অতিরক্ত সচিব) মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন অনু বিভাগ ওয়াহিদা আক্তার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পুষ্ঠি ও খাদ্য বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পোস্ট হারভেস্ট টেকনোলজি, ড. হাফিজুল হক খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, পুষ্টি ইউনিটের পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থিপনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভুইয়া।
সেমিনারে পুষ্টির কাজের সাথে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বারটান প্রধান কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-এর সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।