নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ফারুক (৩৫) নামে এক ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
ঘটনা গুলো ঘটেছে রোববার (২৪ এপ্রিল) দিবাগত মধ্য রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এবং ডহরমারুয়াদী গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায়, ডহরমারুয়াদী গ্রামের হেলালউদ্দীনের পাকা বাড়ীর কেচি গেইটের তালা কেটে একদল সশস্ত্র ডাকাত রাত সাড়ে ১২টার দিকে ভিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তার ছেলে ফারুক ডাকাত দলকে বাধা দিলে ডাকাত দল তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ঘরের সকলকে হাত-পা বেধে নগদ ১০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি এনড্রয়েড মোবাইল ফোন লুটে নিয়ে চলে যায়।
অপর দিকে একই রাতে ১.৩০ টার দিকে একই ইউনিয়নের নরিংদী গ্রামের গরু ব্যবসায়ি শরিফের বাড়ীতে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ী থেকে সশস্ত্র ডাকাত দল নগদ ১২ লাখ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণারংকার সহ অন্যান্য মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। ডাকাত গ্রেফতারের এবং ডাকিাতির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।