সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদের সভা কক্ষে নব-নির্বাচিত সকল প্রার্থীর সাথে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান এড. সামছুল ইসলাম ভূঁইয়া বলেন, আমিও তৃণমূল এর একজন কর্মী ছিলাম। এতো সহজে আমি এখানে আসি নাই, অনেক চড়াই উৎরাই পার করে এখানে এসেছি। আপনারা যারা আজকে চেয়ারম্যান বা মেম্বার নির্বাচিত হয়েছেন আপনাকে কে ভোট দিয়েছে? কে বিএনপি, কে জাতীয় পার্টি সেটা ভুলে গিয়ে সকলে মিলে ঐকবদ্ধভাবে কাজ করবেন।
এছাড়াও তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে চাই। আমি এখানে নেতা হতে আসি নাই। আসুন আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সোনারগাঁকে উন্নয়নের রোল মডেল করে গড়ে তুলি। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি ও কে জাতীয় পার্টি সেগুলো ভুলে গিয়ে আমরা সকলে মিলে সোনারগাঁও এর উন্নয়ন করি।
আপনারা যারা নির্বাচন এর সময় যে ওয়াদা দিয়ে নির্বাচিত হয়েছেন সেই ওয়াদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করার আহবান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই সোনারগাঁও কে নতুন করে গড়ে তুলি।
অনুষ্ঠানে নোয়াগাও ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়ার নিকট আওয়ামী লীগে যোগদান করার ইচ্ছা পোষণ করেন। এসময় শামসুল ইসলাম ভূঁইয়া দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে পরে আওয়ামী লীগে যোগদান করাবেন বলে জানান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, নোয়াগাও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামসুল আলম, বারদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ডাঃ শিরিন বেগম, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, শম্ভুপুড়া ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার দীল মোহাম্মদ ও মোঃ নিরবসহ সোনারগাঁও উপজেলা ৮টি ইউনিয়ন পরিষদ এর মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার বৃন্দ।