নারায়ণগঞ্জের আড়াইহাজার কলামদি এলাকায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে মোছা. মাসূদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরে, অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের স্বামী সোলেমান গণমাধ্যমকে জানান, আমরা স্বামী-স্ত্রী দুজনই একটি কাপড়ের কারখানায় কাজ করি। বাসায় পারিবারিক বিষয় নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বাইরে চলে যাই। পরে বাসায় এসে শুনতে পাই, আমার স্ত্রী ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। কিন্তু অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।