রুদ্রবার্তা২৪.নেট: করোনা রোগীদের সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে আগামী শনিবার (৭ আগস্ট) করোনা হেল্প সেন্টারের কার্যক্রম শুরু করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শুক্রবার (৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জাননো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নির্দেশনায় সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় করোনা হেল্প সেন্টারের কার্যক্রম শুরু করবে জেলা বিএনপি। শনিবার (৭ আগস্ট) মাসদাইর জেলা বিএনপির আহবায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকারের বাসয় হেল্প সেন্টারটি উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাড. তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।