৩ মে শনিবার অসুস্থ সাংবাদিক মনির হোসেন’র শারীরিক অবস্থার খোজখবর নেওয়ার জন্য তার বাসায় গিয়েছেন বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক মো. কবির হোসেন’র নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, মিতু মোর্শেদ, নুর এ আজাদ, শাকির আহমেদ বাপ্পি, আবুল বাশার সাইফুল, হাজী মো. ইকবাল হোসেন, মো. আল হাসান।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সকালে হঠাৎ পাঁ পিছলে পড়ে গিয়ে বন্দর প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মো. মনির হোসেন’র বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। এবং এর কিছুদিন আগে ছিনতাইকারীদের কবলে পড়ে মনির হোসেনের ডান পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় মেজর অপারেশনের মাধ্যমে তার পায়ে রড লাগিয়ে দেওয়া হয়।
এরপর গত ২৭ এপ্রিল রবিবার মদনপুরের বারাকাহ হাসপাতালে সাংবাদিক মনির হোসেন’র ডান পায়ের হাটু থেকে পাঁ পর্যন্ত যে রড লাগানো ছিলো তা অপারেশন করে বের করা হয়। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।