শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অমর একুশে বইমেলায় প্রকাশিত শফিক আরজু’র কাব্যগ্রন্থ এই দিগন্ত

  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.২০ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারী মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা। মেলাকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের চলে আনন্দ মিলন মেলা। এই অমর একুশে বইমেলায় প্রকাশপেলো নারায়ণগঞ্জ জেলা হাজীগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম আরজু’র একটি কবিতার বই। এটি তার দ্বিতীয় কাব্যগন্থ। কাব্যগন্থটির নাম “এই দিগন্ত ” । বইটির প্রকাশনা প্রতিষ্ঠান রৌদ্র ছায়া । কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু নামে সকলের কাছে পরিচিতহলেও বইটিতে তার কাব্যিক নাম প্রকাশ পায় শফিক আরজু নামে।

কাব্যিক শফিক আরজু’র জন্ম ১৯৭৫। ছাত্র জীবন থেকেই তার লেখা লিখির প্রতি আগ্রহ। আরজু বহুগুণের প্রতিভাময় একজন ব্যক্তি। তিনি এ পযন্ত বিভিন্ন সামাজিক সেবামূলক, মানবাধিকার সংস্থা, সাহিত্য ও সাংবাদিক সংগঠনে জড়িত থেকে দক্ষতার সহিত নেতৃত্ব দিয়েছেন এবং সততা ও নিষ্ঠার সহিত কাজ করছেন । তার প্রথম কাব্য গন্থ ২০১৬ সালে প্রকাশ হয় ছায়াবীথি প্রকাশনা থেকে প্রতিক্ষার প্রহর। তার লেখা কবিতা গল্প প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্যের ছোট কাগজ , দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকীসহ যৌথ কাব্যগ্রন্থে।

তিনি বর্তমানে সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ নামে তার সম্পদনায় একটি সাহিত্যের ছোট কাগজ বের করে যাচ্ছেন এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রস্ট সাংবাদিক সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন ।

তার পিতা মৃত হাজী আকবর হোসেন ও মাতা মরহুমা রোকেয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান । শফিক আরজু’র একমাত্র কন্য অনিছা তারান্নুম অমি ও স্ত্রী এড. শারমিন আক্তার রেখা’কে নিয়ে সুখের ছোট্ট সংসার।

এই দিগন্ত কাব্য গন্থ বইটি লেখক সহজ সরল ভাষায় প্রেম বিরহ আনন্দ বেদনা ও জগৎ সংসারের চিত্র তার লিখনির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সকল শ্রণী পাঠক বইটি পড়ে আনন্দ পাবেন বলে লেখক আশাবাদী। বইটি বাংলা একাডেমি ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলের অমর একুশে বইমেলার রৌদ্রছায়া স্টলে পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort