নিজস্ব প্রতিনিধি- সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও বর্ধিত চুলার সংযোগ দিয়ে কতিপয় অসাধু তিতাসগ্যাস কতৃপক্ষের ছত্রছায়ায় এবং এদের সহযোগিতায় গ্যাস ঠিকাদার, পাইপফিটার ও স্হানীয় প্রভাবশালী ব্যক্তিরা সংঘবদ্ধভাবে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা মাসোহারা উত্তোলন করে সরকারি খাতে জমা না দিয়ে নিজেদের পকেট ভারি করছেন বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানাযায়, পাঠানটুলী, নতুন আইলপাড়া,এনায়েতনগর, দক্ষিণ এনায়েত নগর, শান্তি নগর, চৌধুরী বাড়ী, তাঁতখানা ,রসুলবাগসহ বেশ কিছু এলাকাজুড়ে বিগত আওয়ামী লীগের সময়ে আবাসিক গ্যাস সংযোগ ও বর্ধিত চুলার সংখ্যা বৃদ্ধি বন্ধ থাকায় সেই সময় থেকেই তিতাস গ্যাস অফিসের অসাধু কর্মকর্তাদের সহায়তায় গ্যাস অফিসের দূর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন দক্ষ পাইপফিটারদের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার বিভিন্ন স্হানে অবৈধ সংযোগ সংখ্যা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে কায়েমপুর,তল্লা, হাজীগঞ্জ, শিবু মার্কেট, ইসদাইর, গাবতলি টাগারপাড়,পঞ্চবটী, অক্টো অফিসসহ শহরজুড়ে বিভিন্ন আবাসিক ভবনগুলোতে। কিন্তু আওয়ামী সরকারের পট পরিবর্তন হলেও বর্তমান সময়ে আবারও অবৈধ সংযোগ চলমান রয়েছে বলে অনেকেই জানান।
এই অবৈধ সংযোগ থেকে অপরাধী চক্রটি প্রতিমাসে মোটা অংকের টাকা মাসিক মাসোহারা উত্তোলন করে ভাগাভাগি করে নিয়ে থাকে। এসব অবৈধ সংযোগের বিষয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা তিতাস কতৃপক্ষের তেমন কোন জোড়ালো পদক্ষেপ চোখে পড়েনি। তিতাস কতৃপক্ষ মাঝে মধ্যে বকেয়া গ্যাস বিল এর কারনে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করলেও অবৈধ সংযোগ নিয়ে সুনির্দিষ্ট কোন ভূমিকা পালন করছে না বলে অনেকেই অভিযোগ তুলে ধরেন।
অবৈধ এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরুরি ও দূর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে জোড়ালো আইনী পদক্ষেপ গ্রহণ করতে সমাজের সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।