রুদ্রবার্তা২৪.নেট: আদি ফুডল্যান্ড প্রোডাক্টস ও বনফুল সুইট এন্ড রেস্তোরায় অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরী এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে আদি ফুডল্যান্ড প্রোডাক্টসকে ১০ হাজার ও দইয়ের প্যাকেটে মূল্যের পরিমাণ উল্লেখ না থাকায় বনফুল সুইট এন্ড রেস্তোরাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে সেলিমুজ্জামান জানান, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরী এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে আদি ফুডল্যান্ড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার) এবং অবৈধ ভাবে দধি তৈরী, দধির প্যাকেটে মূল্যতালিকা না থাকায় এবং অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা অপরাধে বনফুল সুইট এন্ড রেস্তোরাকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ২৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।