নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সৌদিয়া ব্রেড এন্ড বিস্কুট বেকারিকে একাধিক অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার দাসের গাঁও এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা ক্যাবের প্রতিবনিধি।
এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১২টায় বন্দর উপজেলার দাসের গাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক অপরাধে সৌদিয়া ব্রেড এন্ড বিস্কুট বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেলিমুজ্জামান বলেন, `সৌদিয়া ব্রেড এন্ড বিস্কুট বেকারি একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা একাধিক খাদ্যপণ্য উৎপাদন করেন কিন্তু তাদের বিএসটিআই এর অনুমোদন নেই। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তারা তাদের প্যাকেটজাত পণ্যে বিএসটিআই এর লগো ব্যবহার করেন। খাদ্যপণ্য তৈরিতে তারা যে ক্যামিকেল ব্যবহার করছিলেন তা ফুড গ্রেডেড নয় বরং ইন্ডাস্ট্রিয়াল ক্যামিকেল। এছাড়া তাদের উৎপাদিত পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ ও খুরচা মূল্য উল্লেখ করা ছিল না। এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা, ৪৩ ধারায় ২০ হাজার টাকা এবং ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।`