সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

আইভীর বিজয় দিয়ে বছরের সূচনা করতে চান নেত্রী: নানক

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩.৫৯ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিজয় দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের সূচনা করতে চান বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর শেখ রাসেল নগর পার্কে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এই বিজয় সমাবেশের অনুষ্ঠান করেছি। এই বিজয় সমাবেশের উপস্থিতি জানান দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে নারায়ণগঞ্জবাসী। শেখ হাসিনা চুল-চেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন। আইভী গতবার ৮৩ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছিল। ইনশাল্লাহ এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবে। আমরা এক ঝাঁক নেতৃবৃন্দ এসেছি, শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। জননেত্রী শেখ হাসিনা সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের মাধ্যমে ২০২২ সালের শুভ সূচনা করতে চান।’
তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেতায় নেতায় প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কর্মীরা হলো শেখ হাসিনার কর্মী। প্রতিযোগিতা যাতে প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে আপনাদের কড়া দৃষ্টি রাখতে হবে। স্ব স্ব জায়গা থেকে এই নির্বাচনে ক্যাম্পিং করতে হবে, ভোটারদের বাড়িতে বাড়ি যেতে হবে এবং নৌকায় মার্কায় ভোট আনতে হবে। এটা আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহবান। এই সমাবেশের মাধ্যমে আমি আশ্বস্ত হয়েছি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিজয়কে কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিএনপির একজন প্রার্থী দাঁড়িয়েছেন। তিনি আপাতত তার লেভেলটি উঠিয়ে ফেলেছেন। তিনি বলতে চান তিনি নিরপেক্ষ এবং দলবিহীন প্রার্থী। আমি আপনাদেরকে বলবো এটি তাদের আরেকটি কৌশল। সব মূহুর্তে আপনাদের আরও সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জয়লাভ করাতে হবে। প্রতিটি কেন্দ্রে কমিটি হবে। তাদের দায়িত্ব থাকবে প্রতি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে সেলিনা হায়াৎ আইভীর আহবানকে পৌঁছনো। আপনারা কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে পা দিবেন না।’
প্রায় অর্ধলক্ষ নেতা-কর্মীর উপস্থিতির এই সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা ছিলেন সাবেক নাসিক মেয়র ও ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন, এবিএম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সংরক্ষিত আসনে সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, আরজু রহমান ভূঁইয়া, মিজানুর রহমান বাচ্চু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort