শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান। সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিলার নাহিদের মাদক ব্যাবসা অনৈতিক ও অযৌক্তিক দাবি পুরন না হওয়ায় প্রধান শিক্ষকের নামে অপপ্রচার এর অভিযোগ ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার ফতুল্লার মুসলিমনগরে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা, দূর্ভোগ চরমে

৮ জন মেডিকেল শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে ছাত্রদলের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০.৩০ এএম
  • ২২ বার পড়া হয়েছে

রাজধানী উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেখ মুজিবের ছবি নামানোকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত মেডিকেল কলেজের আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করে যার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল ক্যাম্পাসে একটি স্মারকলিপি প্রদান এবং প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন আপনারা সকলেই জানেন দীর্ঘ ১৫ বছর এ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সহ সকল মৌলিক অধিকারগুলোকে করায়ত্ত করার মাধ্যমে একটি একদলীয় ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল আওয়ামী লীগ। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতা গনঅভুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলেও,ফ্যাসিবাদের দোষররা এখনো বহাল তবিয়তেই আছে। আমরা বর্তমানে যে মেডিকেল কলেজটির সামনে দাড়িয়ে কথা বলছি তার ইতিহাস অনেক পুরোনো। বীর মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জায়গায় একটি চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছিল আশির দশকে। মধ্যপ্রাচ্যের একটি দেশের আর্থিক সহায়তা আসার পর এর নাম হয় উম্মাহ্‌ মেডিকেল। ১৯৯৫ সালে কলেজের কার্যক্রম শুরু হলে নাম দেওয়া হয় উম্মাহ্ মেডিকেল কলেজ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানটি উত্তরায় চলে আসে এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বাবার নামে মেডিকেল কলেজের নামকরণ করা হয় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে প্রতিষ্ঠানের নাম বদলে রাখা হয় মওলানা ভাসানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতিষ্ঠানটির আবার নামকরণ হয় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং তখন থেকেই এই মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ এবং ট্রাস্ট দখল করেন মোহাম্মদ নাসিমের পরিবার অর্থাৎ তার স্ত্রী লায়লা আরজুমান্দ , ছেলে তমাল মনসুর এবং তানভীর শাকিল স্বেচ্ছাচারিতা ও লুটপাটের মাধ্যমে সেবাদানকারী একটি প্রতিষ্ঠানকে তারা রাজনৈতিক কার্যালয়ের মত বানিয়ে ফেলেছিল। যার ধারাবাহিকতায় জুলাই-আগস্ট গন অভুত্থানের সময়ে হাসপাতালের গেট বন্ধ করে গুলিবিদ্ধ অসংখ্য ছাত্র-জনতাকে কোন ধরনের চিকিৎসা সেবা নেওয়া থেকে বঞ্চিত করা হয়। যার ফলে প্রাথমিক চিকিৎসার অভাবে অনেকেই সে সময় মৃত্যুবরণ করেছেন,অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে।
সীমাহীন দুর্নীতির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ হাসপাতাল এবং মেডিকেল কলেজ এদের কুক্ষিগত থাকলেও ৫ ই আগস্টের পরবর্তী সময়ে এসেও তাদের দৌরাত্ব থামেনি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পর প্রায় সাড়ে ৩ মাস এই মেডিকেল কলেজের দেয়ালে ঝুলেছে বাকশালের প্রবর্তক শেখ মুজিবের ছবি। ১৯শে নভেম্বর ২০২৪ এ সতেচন কিছু ছাত্র জনতা শেখ মুজিবের ছবি এই মেডিকেল কলেজ থেকে অপসারণ করলেও তারপর থেকে নাসিম গং এবং তাদের সযত্নে লালিত-পালিত কিছু কর্মকর্তাবৃন্দের মাধ্যমে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যচারের খড়গ নেমে আসে। তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা শুরু হয় ও তাদের নিয়মিত পাঠদানে বাধা দেওয়া হয়। শৃঙ্খলা ভংগের অভিযোগে তাদেরকে ৩ দফা নোটিশ পাঠিয়েই তারা ক্ষান্ত হননি তাদের নামে হয়রানিমূলক মিথ্যে মামলা দেওয়া হয় এবং সর্বশেষ তাদের মধ্যে ৮ সাধারণ শিক্ষার্থীদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।
আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই এ দেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট। যে মিথ্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তা আমরা ঘৃণাভরে প্রত্যাক্ষান করি। আমরা আবারো বলতে চাই এ দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলোকে তাদের মাঝে ফিরিয়ে দিতে ছাত্রদল ইস্পাত-দৃঢ় মনোবল ধারন করে। ক্যাম্পাসের সাধারণ পড়াশোনার পরিবেশ ফিরিয়ে দিতে ছাত্রদল সংকল্পবদ্ধ। তাই আমরা মেডিকেল কলেজ প্রসাশনের নিকট আবেদন জানাবো যাতে তারা শিক্ষার্থীদের ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রনের সুযোগ করে দেন। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তাদের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort