জান্নাত জাহা :নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর এলাকায় বুধবার ১১ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় ভারতের আগরতলা বাংলাদেশের সহকারি হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, নারায়ণগঞ্জ সিনিয়র যুগ্ন আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা যুবদলের খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয় কর্মসূচিতে। ঢাকা টু আখাউড়া (আগরতলার সীমান্ত লং মার্চ) এই কর্মসূচিতে মো: আব্দুলাহ হক শাকুর ২ হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেন। কাঁচপুরে লংমার্চে কে স্বাগত জানাতে আসা যুবদল নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত কেন্দ্রীয় নেতারা। ঢাকা না দিল্লী ঢাকা, ঢাকা বলে স্লোগান দেয় যুবদলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন , সেলিম হোসেন দিপু, যুব দলের নেতা খায়রুল ইসলাম কিরণ, মো: রতন,কালাম হোসেন জয়, ফারুক হোসেন, ছাত্রদল মাহফুজ আহমেদ মানিক, সবুজ ইসলাম নূর, ইমরান ভূইয়া, মাসুদ হাসিবুল, অয়ন ভূঁইয়া, যুবদল নেতা ইমরান ফারুক আরো অনেক যুব দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিল।