১১৫টি ফ্লাট ও দোকান বরাদ্দ দিবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। আগ্রহীদের ৩০ নভেম্বরের মধ্যে যোগাযোগের অনুরোধ করেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ৪১টি দোকান ও ৭৪টি ফ্লাট রয়েছে।
আগামী ৭ ডিসেম্বর লটারীর মাধ্যমে এ সকল ফ্লাট ও দোকান বরাদ্দ দেওয়া হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা দোলনচাঁপা সিটি প্লাজা-১ ভবনে ১টি দোকান ও ৩টি স্পেস বিক্রি কবে। ১৫ নং ওয়ার্ডের এসএম মালেহ রোডের কবরী সিটি প্লাজায়-২তে ১টি দোকান, পদ্ম সিটি প্লাজায় ১টি দোকান, বি দাস রোডের তরুলতা সিটি প্লাজায় ২টি গোডাউন। ১৬ ওয়ার্ডের দোয়েল সিটি প্লাজায় ৩টি দোকান ও ৪টি স্পেস বিক্রি হবে।
এছাড়া পদ্ম সিটি প্লাজা-৭তে ২৪টি ফ্ল্যাট, পদ্ম সিটি প্লাজা-৮ ভবনে ২৪টি ফ্ল্যাট, আঙ্গিনা সিটি প্লাজা-১ ভবনে ১৮টি ফ্ল্যাট, করবী সিটি প্লাজা-৪ ভবনে ৪টি ও করবী সিটি প্লাজা-৫ ভবনে ৪টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।