বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

হোসিয়ারী সমিতি নির্বাচনে বদু প্যানেলের ব্যাপক প্রচারণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১০.০০ এএম
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো. বদিউজ্জামান বদু প্যানেল।

বুধবার (১৫ই জানুয়ারী) সকালে নগরীর নয়ামাটি এলাকার মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী ব্যবসায়ীদের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল এর জেনারেল গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের সকল সদস্যবৃন্দ।

এসময় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ভোটারদের উদ্দেশ্যে সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, আপনারা দোয়া করবেন আমি নির্বাচিত হলে হোসিয়ারী সমিতি ভবন একটি বহুতল ভবনে রুপান্তরিত করবো এবং সকল সদস্য যাতে করে যে কোনো অনুষ্ঠানে সুফলতা পায় আমরা সেই ব্যবস্থা করবো।

হোসিয়ারী মালিক সমিতির সদস্যরা চায় নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটসহ হোসিয়ারী পল্লীগুলোতে আগের মতো পাইকারদের ঘমঘম করবে। যাতে করে তারা এখানে এসে সহজেই ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি এ জন্য আপনাদের সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন চাই। ভোট আপনাদের মূল্যবান একটি আমানত।

এটা কারো কথায় নয় এই আমানত আপনারা যোগ্য ব্যাক্তিকেই বাছাই করে দেবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাদের পুরো প্যানেলকে দিয়ে সকল হোসিয়ারী ব্যবসায়ী ভাইদের খেদমত করার সুযোগ দিবেন। আমাদের প্যানেলের পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে আপনারা ভাল মানুষকেই বেছে নিবেন কোন বিতর্কিত ব্যাক্তিকে নয়।

এসময় প্রচারণাকালে আরও উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালক পদ-প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও মোঃ নাসিম আহমেদ।

প্রসঙ্গত, আগামী ১৮ই জানুয়ারী প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort