রূপগঞ্জে দুর্ধর্ষ কিশোর দলের সদস্য ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার ছোনাব তাঁত বোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রূপগঞ্জ উপজেলার টেলাপাড়া এলাকার আবুল খানের ছেলে হাসান মিয়া(২৬) ও রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আরিয়ান(২৩)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামীরা দুর্ধর্ষ কিশোর দলের সদস্য, তারা তাদের নিজ এলাকায় নানাবিধ অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় এর অপব্যবহার করে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি করার নানাবিধ অভিযোগ রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীরা একসাথে মিলে গত ৩১ জুলাই রূপগঞ্জ নাহাটি এলাকায় জনৈক মো. রাজু(২৭) কে দলীয় বিরোধের জের ধরে চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা খুন করার উদ্দেশ্যে বর্বরভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সুনির্দিষ্ট অভিযোগ এর ভিত্তিতে বর্ণিত আলামতসহ হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, এই মর্মান্তিক হত্যা চেষ্টার ঘটনায় মো. কামাল হোসেন (৫৬) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪, তারিখ ০১/০৮/২০২২। আসামী হাসান মিয়া(২৬) এবং আরিয়ান(২৩) ওই মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামী। মামলা হওয়ার পর থেকেই তারা কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, মর্মান্তিক হত্যা চেষ্টার ঘটনায় জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র্যাব-১১ একটি আভিযানিক দল রূপগঞ্জ ছোনাব তাঁত বোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসমীদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।