রূপগঞ্জে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেপ্তর করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৪ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. মাসুম মিয়া (২৮)। সে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মিছির আলীর ছেলে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২ আগষ্ট রূপগঞ্জ গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুনবাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতাবশতঃ আসামী মো. মাসুম মিয়া (২৮) ও তার অন্যান্য সহযোগীরা পরষ্পর যোগসোজশে ভুক্তভোগী মাহাবুব হোসেন সানি (১৭) নামের এক তরুণ এবং তার সঙ্গে থাকা ৪ বন্ধুকে খুন করার উদ্দ্যেশে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে ভুক্তভোগী মাহাবুব হোসেন সানি ও তার বন্ধুদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ মাহাবুব হোসেন সানিকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় নিহত মাহাবুব হোসেন সানি’র বাবা মো. মিল্লাত হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামী মো. মাসুম মিয়া ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকেই সে কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
তিনি আরও জানান, পলাতক আসামীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গোপন সূত্রের মাধ্যমে রূপগঞ্জ থেকে হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় পলাতক আসমীদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।