শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে ২১ শে ফেব্রুয়ারি উদযাপন কমিটিতে মৃত ব্যক্তির নাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩৭ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ কর্তৃক মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের স্বমন্বয় কমিটিতে মৃত ব্যক্তির নাম দেয়া হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক প্রদান উপ-কমিটির ৩নং সিরিয়ালে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মরহুম আলী হোসেনের নাম দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী স্বাক্ষরিত স্বমন্বয় কমিটির নাম সম্বলিত চিঠি বিলি করা হয়। চিঠিতে দেখা যায় একুশে ফেব্রæয়ারি উদযাপনের জন্য স্বমন্বয় কমিটিতে মোট সাতটি উপ-কমিটি করা হয়েছে। এসব উপ-কমিটিতে উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকতা, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীদের রাখা হয়েছে। স্বমন্বয় কমিটির ৪ নং উপ-কমিটিতে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক প্রদান উপ-কমিটিতে মোট ১৩ জন সদস্য রাখা হয়েছে। ১৩ জনের মধ্যে ৩ নং ক্রমে লেখা হয়েছে জনাব আলী হোসেন, জাতীয় পার্টি সোনারগাঁ উপজেলা। অথচ জাতীয় পার্টি সভাপতি আলী হোসেন বছরখানেক আগেই মারা গেছেন। বর্তমানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে আছেন আব্দুর রউফ। এছাড়া একই উপকমিটিতে ৪ নং ক্রমে লেখা রয়েছে গাজী মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগ অথচ চার/পাঁচ বছর আগেই যুবলীগের কমিটি বিলুপ্ত হয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। বর্তমানে উপজেলা যুবলীগের সভাপতি পদে আছেন রফিকুল ইসলাম নান্নু। অপরদিকে গাজী মজিবুর রহমান বর্তমানে উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক কমিটির সদস্য।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ জানান, এটা অত্যন্ত দুঃখজনক। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচাই বাছাই করে তালিকায় নাম দেয়া উচিত।
মৃত ব্যক্তির নাম কিভাবে উপ কমিটিতে যুক্ত হয়েছে এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নতুন যোগদান করেছি। তাই বিষয়টি লক্ষ্য করা হয়নি। পরবর্তীতে যাচাই বাছাই করে কমিটিতে নাম যুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort