নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. আব্দুর রহিম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। আটককৃত মো. আব্দুর রহিম চাপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাতরশিয়া, রাজনগর গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য সোনারগাঁ এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সাড়ে ১১টায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহিমকে আটক করা হয়।
এ সময় তার হাতে থাকা বড় টিস্যু শপিং ব্যাগের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।