তুহিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া এইচজিজিএস সরকারি স্মৃতি বিদ্যায়তনে এবার ৬ষ্ঠ শ্রেণীতে ৮০০শত জন ভর্তির জন্য আবেদন করে। লটারির মাধ্যমে ভর্তির ফলাফল প্রকাশ হয় ২০ ডিসেম্বর সকালে। ফলাফলে দেখা যায় মোট ২৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছে। বাকি শিক্ষার্থীরা সুযোগ না পেয়ে কান্নায় ভেঙ্গে পরে।
অভিভাবকরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আশেপাশে কোনো বিদ্যালয় নেই। তাই আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য এই বিদ্যালয়ে ভর্তির আবেদন করি। কিন্তু কোঠা কম থাকায় তারা ভর্তি হতে পারেনি। আবার বেশীর ভাগ শিশু শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার কোনো সুযোগ না পেয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে মনোযোগ দিচ্ছে।
অভিভাবকরা আরও জানান, এই সুনামধন্য বিদ্যালয়ে যদি কোঠার পরিমাণ দ্বিগুণ করা যায়, তাহলে অত্র এলাকায় শিক্ষার মান বাড়বে এবং শিশু শিক্ষার্থীরা কাজে না গিয়ে পড়াশোনায় মনোযোগ দিবে বলে আশা করছি। আবার অনেক ভালো ভালো শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ভর্তির লটারী করায় তারা সুযোগ না পেয়ে বঞ্চিত হয়ে অঝোরে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় তাদের সাথে সাথে তাদের অভিভাবকদেরকেও কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অভিভাবকদের দাবী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য লটারীর ব্যবস্থা না করে সকলকেই ভর্তির সুযোগ করে দেয়া।
এসময় লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্ধারণ করেন সোনারগাঁ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক হিমাংশু, মোঃ অলিউল্লাহ প্রমুখ।