সোনারগাঁ প্রতিনিধিঃ ৮ ষ্টম ধাপের ইউপি নির্বাচনে সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী হাজী মোঃ সোহাগ রনি পরাজিত হয়ে সোনারগাঁ আওয়ামীলীগের ৫ নেতাকে দোষী সাব্যস্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুবিচার দাবিতে চিঠি পাঠান।
তার দাবি গত ১৫ জুন মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার পরাজয়ে প্রকাশ্যে ও গোপনে বিরোধিতা করে গেছে সোনারগাঁ আওয়ামী লীগের ৫ শীর্ষ পর্যায়ের নেতা।
তাদের মনোনীত প্রার্থী আনারস মার্কা আরিফ মাসুদ বাবু নৌকা প্রতীক না পাওয়াতে সম্পূর্ণরূপে নৌকা মনোনীত প্রার্থী নৌকার মাঝি সোহাগ রনির একজোটে তারা নৌকার বিপক্ষে মাঠে ছিল। এমনকি মোগরাপাড়া ইউনিয়নের মাঠ পর্যায়ে নৌকার ভোট না চেয়ে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে কাজ করে গেছে।
এ ছাড়াও নৌকার মাঝি সোহাগ রনি, আরো দাবি করেন, আওয়ামী লীগের পদ-পদবিতে বসে কিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চায়। তারা মুখে বলে আওয়ামী লীগের সৈনিক, আওয়ামী লীগের কর্ণধর , তারা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট দাবি করে, তাদের ষড়যন্ত্রের কারণে, তাদের সন্ত্রাসী বাহিনীর আক্রোশে, তাদের চক্রান্ত আজকের সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের নৌকার ভরাডুবি,তারা মূলত আওয়ামীলীগ কে মনেপ্রাণে ভালোবাসেন না। তারা ব্যক্তি লীগ করে। নৌকা দিলে আওয়ামী লীগ নৌকা না পেলে ব্যক্তি লীগ।
সোনারগাঁয়ে নৌকার ভরাডুবিতে , পরাজিত হওয়ার পিছনে সোনারগাঁয়ে ৫ শীর্ষস্থানীয় নেতাকে দোষী সাব্যস্ত করে, ১,সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, ২, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ৩, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ৪, আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ৫, জামানকে দায়ী করে নৌকার বিরুদ্ধে তারা কাজ করেছছেন বলে অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন। সোহাগ রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বলেন, মোগরাপাড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে এই পাঁচ নেতা সরাসরি অবস্থান নেয়ার কারনে নৌকা পরাজিত হয়েছে। তারা আওয়ামীলীগ পরিচয় দিলেও তারা মুলত ব্যক্তিলীগ করেন। তিনি আরো তারা স্বার্থের জন্য রাজনীতি করে দলের জন্য নয়। তারা নৌকা পেলে দল ভাল নৌকা না পেলে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী হয়ে যান যা ইতিহাস সাক্ষ্য দেয়। আগামী সংসদ নির্বাচনে মোগরাপাড়া থেকে কোন নেতা নৌকা প্রতিক দাবি করলেও ইউপি নির্বাচনে নৌকা ডুবানোর কারণে নৌকার মনোনয়ন থেকে তারা বঞ্চিত হবেন সাথে তিনি আল্লাহর কাছে বিচার দাবি করেন এই নেতাদের বিরুদ্ধে।