নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬০ কেজি গাঁজা ও ২১০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল। র্যাব জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা ট্রাক যোগে চট্রগ্রাম হতে ঢাকা অভিমুখে গাঁজা ও ফেন্সিডিল এর চালান নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জানুয়ারি) দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে ট্রাকটিকে থামিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পরে ট্রাকটির সামনের কেবিনের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪ টি বস্তার মধ্যে রক্ষিত পলিথিন দ্বারা মোড়ানো ৬০ কেজি গাঁজা এবং ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।
আটককৃত ৩ মাদক ব্যবসায়ী হলো- মো. ফারুক মিয়া(৩০), মো. জিকরুল রহমান গাজী (৩৩) ও মো. মিলন হাওলাদার (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে চট্রগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।