নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন পরিচ্ছন্ন কর্মীকে সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডে মারধরের অভিযোগ পাওয়া গেছে হীরাঝিল সমাজ কল্যান পরিষদের দুই নৈশ প্রহরীসহ অজ্ঞাত ৩/৪ জনের রিরুদ্ধে।
আহত পরিচ্ছন্ন কর্মীরা হলেন মোছাঃ কমলা, নাছিমা ও আমেনা। এদের মধ্যে কমলা গুরুতর আহত হয়েছেন। তার বাম হাতে প্রচন্ড আঘাত লাগে ও রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় আহত পরিচ্ছন্ন কর্মী কমলা হাসপাতালে চিকিৎসা নিয়ে শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- নৈশ প্রহরী মো. কুদ্দুস ও আঃ হাই।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ভুক্তভোগী কমলাসহ তিন পরিচ্ছন্ন কার্মী রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন করে রাস্তার পাশে আবর্জনা রাস্তার নির্দিষ্ট স্থানে জমা করেন। যা পরবর্তীতে ট্রাক এসে তুলে নিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় হীরাঝিল সমাজ কল্যান ভবনের সামনের রাস্তা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে আবর্জনা রাখলে অভিযুক্তরা বাধা দেয়। এতে পরিচ্ছন্ন কর্মীরা জানায় এবিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলরের সাথে কথা বলতে।
এ কথা বলতেই নৈশ প্রহরী মো. কুদ্দুস ও আঃ হাই ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বেতের লাঠি দিয়ে কমলা, নাছিমা ও আমেনা বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে কমলা গুরুতর আহত হয়েছেন। তার বাম হাতে প্রচন্ড আঘাত লাগে ও রক্তাক্ত জখম হয়।
একপর্যায়ে কমলা লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভতি দেখায় এবং সময় সুযোগ মত বড় ধরণের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকী দিয়ে সড়ে পড়ে।
এ বিষয়ে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি।
থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি না হলে আইনের আশ্রয় নেয়া হবে।