নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। র্যাবের দাবি গ্রেফতারকৃত তিনজনেই মাদক ব্যবসার সাথে জড়িত।
শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলা উদ্দিন (৪১) ২। মোঃ কামরুজ্জামান (২৬) ও ৩। মোঃ আঃ খালেক (৪৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ গাঁজা কাভার্ডভ্যান যোগে বহন করে আসছে। এছাড়াও তারা অবৈধ গাঁজা নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি কাভার্ডভ্যান, ১ টি ড্রাইভিং লাইসেন্স, ৪ টি মোবাইলফোন, ১ টি এটিএম কার্ড এবং নগদ ৪৯০৫/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব