নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কিশোর হুসাইন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) রাত ১১টার দিকে মামলার বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। এর আগে বিকেলে নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় মানিক মিয়া উল্লেখ করেন, গত ২১ জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতিকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরর নির্দেশে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ও ইট পাটকেল দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা মারাত্মক আঘাত ও মারধর আরম্ভ করেন।
তখন তার সন্তান হুসাইন শিমরাইলের ডাচ বাংলা ব্যাংকের সামনে বিকালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, এর আগে গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে মাছ বিক্রেতা মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় ১৮ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় শেখ হাসিনাম ও শামীম ওসমানকে আসামি করা হয়।