রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাদক ব্যবসার অভিযোগে মো. হাসান আল মারুফ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গ্রেফতারকৃত মারুফকে আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এর আগে র্যাব-১০ গত মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৯টায় দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. হাসান আল মারুফ সিদ্ধিরগঞ্জের শিমুল পাড়া এলাকার মো. আব্দুর রহমান লিটনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিল, ৯০০ গ্রাম গাঁজা, নগদ ১হাজার ৪৬৫ টাকা ও একটি সিমকার্ডসহ মোবাইল ফোন উদ্ধার করে র্যাব-১১।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, র্যাব বুধবার বিকেলে হাসান আল মারুফ নামের এক যুবকের হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত ওই যুবককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।