সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বারের সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, করোনা এবং নির্বাচনের কারণে আমরা অনেক কাজ করতে গিয়েই হিমশিম খাচ্ছি। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সেবা দেওয়ার। আমরা এসপি স্যারের নির্দেশনায় নারায়ণগঞ্জে ভালো একটি পুলিশং ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছি।
যদি আপনাদের কখনো মনে হয় এ থানার পুলিশের সেবায় আপনারা সন্তুষ্ঠ নন তাহলে আপনারা আমাকে ব্যাক্তিগতভাবে জানাবেন। আমরা সিটি করপোরেশন নির্বাচনের পর প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশের নতুন কমিটি গঠন করে দিবো। সিদ্ধিরগঞ্জে কোনো চাঁদাবাজ, কিশোর গ্যাংদের ঠাঁই হবে না।
কিশোর গ্যাং প্রত্যেকেই আমার আপনার সন্তান, তাদেরকে সুন্দরভাবে মানুষ গড়ে তোলার দায়িত্ব আপনাদের। তাই আপনারা প্রত্যেকেই নিজের সন্তানের প্রতি সচেতন থাকবেন। যেনো তারা কোনো খারাপ কাজে জড়াতে না পারে। এ সমাজ থেকে মাদক নির্মূল করতে সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, আমাদের ওপেন হাউজ ডের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সাথে যেকোনো সমস্যা নিয়ে সামনাসামনি কথা বলা। আমরা আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি। এদেশকে আরও সুন্দর করতে হলে পুলিশের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে।
কারণ এদেশ শুধু আমাদের না আপনাদেরও। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। আপনারা যেকোনো সময় যেকোনো সমস্যায় সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, পরিদর্শক (অপারেশনস) আবু বকর সিদ্দিক, নাসিক ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু প্রমুখ।