নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবক ইমন হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকালে নিহতের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৮ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবক খুন হন। অভিযুক্তরা হলেন মশিউর রহমান রাজু (২২) মোঃ রাসেদুজ্জামান রাসেল (২৭), মোঃ খলিল (১৮), স্বপন (১৯) ও ইব্রাহিম (২০)।
মামলাসূত্রে জানা যায়, বুধবার রাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ভাই ইমন ও শাহরিয়ার জয়কে অভিযুক্তরা আঘাত করে। তার ডাক-চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার ভাই ও আমার ভাইয়ের বন্ধু জয়কে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
অপরদিকে শাহরিয়ার আহমেদ জয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।