নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মানাধীন লেকের পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) দুপুরে ১৭নং ওয়ার্ডের জল্লারপাড় এলাকায় লেকে একজনের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী অপরজনের লাশ উদ্ধার করে।
নিহতেরা হলো, দেওভোগ মাদ্রাসা এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৪) ও একই এলাকার জাকির মিয়ার ছেলে মিহাদ হোসেন (১৬)। নিহত দুই জনেই দেওভোগ মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদশী ও স্বজনদের সূত্রে জানা যায়, বাসা থেকে জুম্মার নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলো তারা। পরে বিকালে একজনের মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে স্বজনরা। এদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আরেক জনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়, পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, তিনটার দিকে লেকে একজনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে স্বজনরা এলে জানা যায়, ভেসে উঠা লাশ মিহাদের। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ইমতিয়াজের মরদেহ উদ্ধার করে। তারা দুইজনেই দুপুরের দিকে গোসল করতে নেমেছিলো।