অধিনায়ক কি সাকিব আল হাসান হচ্ছেন? সাকিবের নাম সংবাদকর্মীর মুখে আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাকিব অভবিয়াস চয়েজ।’
নাজমুল হাসানের এমন প্রতিক্রিয়া অনেকে ধরে নিয়েছিলেন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা সময়ের ব্যাপারে মাত্র।
আদতে তা হচ্ছে না, হলো না। অন্তত আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির জরুরি সভা শেষে এটা বলাই যায়। সাকিবের সঙ্গে অধিনায়কের দৌড়ে বেশ ভালোভাবেই আছেন লিটন দাস ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ কয়দিনে বিসিবি সভাপতি তিনজনের সঙ্গে একান্তে আলোচনা করে ঠিক করবেন ভবিষ্যত ওয়ানডে অধিনায়ক।
জরুরি সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আপনারা জানেন সাকিব আছে। লিটন আছে। আরেকজন আমাদের প্রমিজিং মিরাজ আছে। সেও একজন আমাদের অনেকের মধ্যে নামগুলো উঠে এসেছে। এবং এদের নামগুলো আপনারাও সবাই জানেন। এদের মধ্য থেকে এদের সঙ্গে মূলত আলাপ-আলোচনা করা হবে।’
এখন পর্যন্ত সাকিব-লিটনদের সঙ্গে নেতৃত্ব নিয়ে বিসিবির কোনো আলোচনা হয়নি। বিসিবি সভাপতি আজ থেকে সেটি শুরু করবেন। সাকিব আছেন শ্রীলঙ্কায় তিনি সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন। লিটন দাস সম্প্রতি কানাডা থেকে এসেছেন, আর মিরাজ এশিয়া কাপের প্রাথমিক দলে থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। লিটন-মিরাজের সঙ্গে সরাসরি বিসিবি সভাপতি বৈঠক করতে পারলেও সাকিবের সঙ্গে আলাপ করতে হবে মুঠোফোনে।
মাঝে জানা গিয়েছিল লাল বল-সাদা বলে আলাদা নেতৃত্ব আসতে যাচ্ছে। তবে বিসিবি সেই পথে হাঁটছে না। তবে যদি সম্ভাব্য প্রার্থীরা এমন কিছু বলে থাকেন তাহলে সেটি ভেবে দেখবে বোর্ড, ‘এটা (আলাদা অধিনায়ক) আমাদের তরফ থেকে নাই। যদি ক্যাপ্টেন বলে যাদের কথা বলেছি। সম্ভাব্য যাদের কথা বলেছি, তাদের কোনো প্রস্তাব থাকলে জানতে চাইবো।’
বিসিবি সভাপতি সাকিব-লিটনদের থেকে জানতে চাইবেন মূলত তাদের কি বক্তব্য, নেতৃত্ব নিয়ে তাদের কী চিন্তারধারা। তাদের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘এই যে একটা কথা আপনি বললেন বিশ্বকাপ পর্যন্ত নাকি আরেকটু লং টার্ম। এটা প্রপোজাল যখন আসবে, আমাদের মাননীয় সভাপতি প্রার্থী থেকে আগে শুনবে তাদের চিন্তাধারাটা কী। আমরা কারও কাঁধে চাপিয়ে দিচ্ছি না। আগে তারা বলুক। এরপর এটা নিয়ে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
নেতা হিসেবে সাকিব বেশ পোক্ত। বর্তমানে তার কাঁধে টেস্ট ও টি-টোয়েন্টি নেতৃত্বের ভার। এ ছাড়া আইসিসি ২০১১ ওয়ানডে বিশ্বকাপসহ ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। ভারতের বিপক্ষে গতবছর ওয়ানডের সিরিজ জয়ের কীর্তি রয়েছে লিটনের। তিনি ৫টি ওয়ানডে নেতৃত্ব দেন তামিম ইকবালের অবর্তমানে।
এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপসহ ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দেওয়া মিরাজ এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেননি। তবে তাকে ভাবা হচ্ছে ভবিষ্যতে অধিনায়ক হিসেবে। লম্বা-সময়ের বিবেচনায় জোড়েসোরে আসছে তার নাম। এখন দেখার বিষয় বিসিবি হাঁটে কোন পথে।