বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম সাক্ষাতে বরিশালকে হারায় কুমিল্লা। সোমবার দ্বিতীয় সাক্ষাতে সেই কুমিল্লাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বরিশাল।
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরিশাল। শীর্ষস্থান হারানো কুমিল্লা ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে নেমে গেছে।
সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে মাশরাফি-তামিমদের ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম পজিশনে আছে খুলনা ও চট্টগ্রাম। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে সিলেট।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আগে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ৩৭ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় গড়া ৫০ আর মুনিম শাহরিয়ারের ২৫ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কায় গড়া ৪৫ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৫ রান করে বরিশাল। এছাড়া ৩৭ বলে অপরাজিত ৩১ রান করেন তাওহিদ হৃদয়।
টার্গেট তাড়া করতে নেমে নাইম হাসান ও সাকিব আল হাসানের স্পিন আর ড্যারেন ব্রাভোর গতির মুখে পড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তুলতে সমর্থ হয় কুমিল্লা।
৩২ রানে জয় পায় বরিশাল। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২০ ওভারে ১৫৫/৫ রান (সাকিব ৫০, মুনিম ৪৫, হৃদয় ৩২*)।
কুমিল্লা: ২০ ওভারে ১২৩/৯ রান (মুমিনুল ৩০, লিটন ১৯; নাইম ২৯/৩, সাকিব ২০/২, ব্রাভো ২৯/২)।
ফল: বরিশাল ৩২ রানে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বরিশাল)।