বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত অভিনেতা উত্তম কুমার। ২০২০ সালে তার নাতি গৌরব চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের সাতপাকে বাঁধা পড়েন প্রেমিকা দেবলীনা কুমারের সঙ্গে। অভিনেত্রী দেবলীনা সাইকেল চালিয়ে কলকাতার একটি ক্যাফেতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ ডিসেম্বর) সকালে বালিগঞ্জের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে বলে দাবি তার।
ওই ক্যাফে কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরেছেন দেবলীনা। এ নিয়ে নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন— ‘আমি সাইকেলিস্ট হিসেবে সাইকেল চালিয়ে সকাল সকাল তাদের ক্যাফেতে গিয়েছিলাম। কিন্তু তারা ঢুকতে বাধা দেয়। নিরাপত্তারক্ষী আমার সাইকেলের দেখাশোনা করতে অস্বীকার করে। সর্বোপরি, ওই ক্যাফের নিজস্ব পার্কিং এলাকায় আমার সাইকেল রাখতে পর্যন্ত দেওয়া হয়নি, যদিও সেখানে প্রচুর ফাঁকা জায়গা ছিল। ওরা যে একজন গ্রাহক হারাচ্ছে, তা নিয়ে ওদের কোনো মাথাব্যাথা নেই। আমাকে ঢুকতে দেওয়া না হওয়ায় নিরাপক্ষীরক্ষী আমার দিকে তাকিয়ে হাসছিল এবং ব্যঙ্গ করছিল।’
হতাশা ব্যক্ত করে দেবলীনা বলেন, ‘পরিবেশের স্বার্থে, ফিটনেসের স্বার্থে, ট্রাফিক জ্যাম কমাতে অথবা শুধু আনন্দের জন্যই শহরজুড়ে সাইকেলিং জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ধরণের ব্যবহার খুব দুর্ভাগ্যজনক, মন ভেঙে যায়। এরপরও যারা বলবেন তোমাকে ঢুকতে দেয়নি কারণ তারা জানে না তুমি কে? তাদের বলি— আমি সবসময় আমার বাবার পরিচয় দিই না। ধন্যবাদ।’
দেবলীনার আরেক পরিচয় তিনি তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে। বর্তমানে দেবলীনার বাবা তৃণমূলের বিধায়ক। এই দুই পরিচয়ের বাইরে গিয়ে দেবলীনা কুমার টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত নাম। সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও কাজ করছেন। বর্তমানে স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের খলনায়িকা তিনি।
দেবলীনা কুমার টলিউডের জনপ্রিয় মুখ। ‘গোত্র’ সিনেমার ‘রঙ্গবতী’ গানের সঙ্গে নেচে রাতারাতি বিখ্যাত হন তিনি। যদিও এর আগে ‘প্রাক্তন’, ‘হামি’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগে অরিন্দম পরিচালিত ‘তীরন্দাজ শবর’ সিনেমায় অভিনয় করেছেন দেবলীনা।