প্রথম ম্যাচে ২০৫ রান করেও জয় পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল তারা। বুধবার (৩০ মার্চ) রাতে দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১২৮ রানে অলআউট করেও সহজে জয় পায়নি কোহলিরা। রোমাঞ্চ ছড়িয়ে শেষ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।
জয়ের জন্য শেষ ২ ওভারে বেঙ্গালুরুর দরকার ছিল ১৭ রান। ১৮তম ওভারে বল হাতে আসেন টিম সাউদি। এসেই দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে ফেলেন তিনি।
এরপর ১৯তম ওভারে ভেঙ্কটেশ আয়ার বল করতে আসেন। প্রথম বলে এক রান হয়, দ্বিতীয় বলে রান আউটের সুযোগ হাতছাড়া করে কেকেআর। তৃতীয় বলে চার মারেন হার্সাল প্যাটেল। পরের দুটি বলে কোনো রান হয়নি। শেষ বলে আবার চার হয়।
জেতার জন্য শেষ ওভারে বেঙ্গালুরুর দরকার ছিল ৭ রান। বল হাতে আসেন আন্দ্রে রাসেল। তার প্রথম বলেই ছক্কা হাঁকান দিনেশ কার্তিক। দ্বিতীয় বলেই জয়সূচক রান আসে তার ব্যাট থেকে।
কার্তিক ৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬ বলে ২ চারে ১০ রানে অপরাজিত থাকেন হার্সাল। তাদের আগে শাহবাহ আহমেদ ২৭ ও শেরফানে রাদারফোর্ড ২৮ রান করেন।
বল হাতে টিম সাউদি ৩টি ও উমেশ যাদব ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা: ১২৮/১০ (রাসেল ২৫, উমেশ ১৮; হাসারঙ্গা ৪/২০, আকাশদীপ ৩/৪৫)।
বেঙ্গালুরু: ১৩২/৭ (রাদারফোর্ড ২৮, শাহবাজ ২৭; উমেশ ২/১৬, সাউদি ৩/২০)।