নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, বিএনপি চেয়েছিলো পাকিস্তানের পতাকা আবার উত্তোলন করতে। কিন্তু গোলাম আজমের ফাঁসি হয়ে গেছে, যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়ে গেছে। এটা ১৯৭৫ না এটা ২০২২। আমাদের দলের একটা অংশ ছাত্রলীগ যদি মনে করে তাহলে আপনাদের দলকে বঙ্গপোসাগরে ভাসিয়ে দিবে। এখনো সময় আছে মুখ সামলিয়ে কথা বলেন। আগামী ২৫ তারিখকে সামনে রেখে বিএনপি বিশৃঙ্খলা করতে চায়।
শনিবার (৪ জুন) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা জীবিত, আওয়ামী লীগ জীবিত, আর আপনারা পচাঁত্তরের হুমকি দেন। বেশী বাড়াবাড়ি করবেন না, খুনির কাতারে এনে জিব টেনে ছিড়ে ফেলবো। জিব কেটে টুকরো টুকরো বঙ্গপোসাগরে ভাসিয়ে দিবো। আপনারা (বিএনপি) মাঠে নামতে চান, লজ্জা করে না আপনাদের। তারা বলে নির্বাচন দিতে হবে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে। আপনারাই তো এনেছিলেন এই তত্বাবধায়ক সরকার। ওই সরকার আমলেই তো আমরা ক্ষমতায় এসেছিলাম।
তিনি বলেন, সারা পৃথিবীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। ব্রীটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশে এমন নির্বাচন হচ্ছে। আগামীতেও দলীয় সরকারের আমলে নির্বাচন হবে। আপনাদের জনগন আর চায় না। আপনারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা দুনির্তী করেছেন। আপনাদের লজ্জা থাকা উচিৎ।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি চন্দনশীল, সাবেক সহ সভাপতি রবিউল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেনসহ নেতৃবৃন্দ।