নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মায়ের কোন বিকল্প নাম নেই। আপনারা আমার পাশে থকবেন। আমি যেন নারায়ণগঞ্জের জন্য কাজ করতে পারি। আমি নিঃস্বার্থভাবে এ শহরের মানুষকে সেবা করতে চাই। এ শহরের মানুষকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি সে দোয়া করবেন।
সোমবার (১৬ মে) এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আইভী।
মেয়র আইভী বলেন, ৯ মাস হল আমি আমর মাকে হারিয়েছি। আমি যখন ইন্টারমিডিয়েটে পাস করলাম, রশিয়া যাবো। তখন মাত্র আমার বাবা মারা গেছে। তখন আমার মা বলেছিল আমার মেয়ে রাশিয়া যাবেই ডক্তার হবেই। আমি কোনদিন ঢাকা শহরেও যাইনি একা রাতে থাকিনি। সে মা আমকে রাশিয়া যেতে অনুপ্রেরণা দিয়েছিল।
তিনি আরও বলেন, আমি চেষ্টা করি মায়েদের সম্মান করতে তাদের কথা শুনতে। অনেক সন্তান বড় হয়ে গেলে মায়ের কথা ঠিকমত শুনতে চায় না। আমি সবসময় মুরুব্বিদের পাশে থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করি।