রুদ্রবার্তা২৪.নেট: সবসময় নগরবাসীর চাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আমি সবসময় নগরবাসীর চাওয়াকে প্রাধান্য দিয়েছি এবং সে অনুযায়ী কাজ করেছি। এবং সেটা করেছি বলেই আজকেও আপনারা সকলে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি সবসময় দল-মতের উর্ধ্বে উঠে সাধারণ মানুষের জন্য কাজ করেছি।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ১৪ দলীয় মহাজোটের আয়োজিত অনুষ্ঠানে এইসব কথা বলেন টানা ১০ বছর নারায়ণগঞ্জ সিটির মেয়র ডা. আইভী।
আইভী বলেন, এবারে নির্বাচনে আমাদের ¯েøাগান হলো ‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’। ২০১১ সালে যখন নারায়ণগঞ্জবাসী ভয়ে স্তব্ধ ছিলো, কথা বলার মত কেউ ছিলো না তখন আমার পাশে এসে দাড়িয়েছিলো এই ১৪ দলসহ নাগরিক সমাজ। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি ভুলে যাইনি আমার দুঃসময়ের সেসকল শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে। পরের বার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা দিলেন তখন আপনাদেরকে সাথে নিয়ে নৌকা জয়যুক্ত হয়েছিলো। এবারের নির্বাচন আগামী ১৬ই জানুয়ারী। নারায়ণগঞ্জের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা কাজ করবেন নৌকার জন্য, নগরবাসীর জন্য, আইভীর জন্য, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জের জন্য। এখনও অনেক কাজ বাকি। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে আপনারা আমাকে ভোট দিবেন এটা আমার দৃঢ় বিশ্বাস।
১৪ দলীয় মহাজোটের জেলা সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, মহানগর জাসদের সভাপতি মোহর আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।