গণতন্ত্র মঞ্চ এর শরীক ৭ দলের সাথে মতবিনিময় হয়েছে। বুধবার (১০ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের ন্যূনতম অধিকার, মতপ্রকাশের স্বাধীনতাটুকুও খর্ব করেছে। গণতন্ত্র এবং ভোটাধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছে। দেশের আইন, প্রশাসন সকল কিছু কুক্ষিগত করে ব্যবহার করছে জনমানুষের বিপক্ষে৷ এই সময়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই পারে এই দুঃশাসন থেকে মুক্তি দিতে। সংঘবদ্ধ লড়াই ছাড়া আর কোনো বিকল্প নাই।
আগামীকাল ১১ আগষ্ট (বৃহস্পতিবার) কেন্দ্রীয় কর্মসূচি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ এর সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীকে যুক্ত হবার আহ্বান এবং জালিমের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান নেতৃবৃন্দ।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এর সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড মো. খলিলুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক ইকবাল কবীর, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাহিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগঠক মো. রিবাতুল ইসলাম প্রমুখ।